জন্মবার্ষিকীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

প্রকাশ: ২০১৬-০৯-০৪ ১৬:১০:২২


Soma Raniবিশ্ববিদ্যালয় শিক্ষক দম্পতি’র ব্যতিক্রমধর্মী উদ্যোগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতি প্রভাষক বিজয় চন্দ্র দাস এবং সোমা রাণী সূত্রধর গ্রামের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক বিতরণ করেছেন। গত শনিবার (০৩-০৯-২০১৬) তিনি দরিদ্রদের মাঝে এই পোষাক বিতরন করেন।

এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন রকম দিক নির্দেশনামূলক উপদেশ দেন। ত্রিশালের ছলিমপুরে শাহজালাল (রহঃ) কিন্ডার গার্টেন স্কুলের দেড়শত শিক্ষার্থীদের মাঝে এই পোশাক বিতরণ করা হয়। ত্রিশালের ছলিমপুর গ্রামের হতদরিদ্র ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে সাময়িকভাবে স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক বিতরণ করেন এই মহানুভব দম্পতি ।

জানা যায় যে, প্রভাষক বিজয় চন্দ্র দাসের স্ত্রী সোমা রাণী সূত্রধর এর জন্মবার্ষিকী উপলক্ষে তিনি আর্তমানবতার সেবায় হাত বারিয়ে দেন। এসম্পর্কে জানতে চাইলে বিজয় চন্দ্র দাস বলেন, উপযুক্ত গাইডলাইন আর অর্থের অভাবে অনেক ছেলেমেয়ের মেধা থাকা সত্বেও সামনের দিকে এগুতে পারছেনা।

যদি সমাজের বিত্তবান সম্প্রদায় এসমস্ত অবহেলিত,লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজ, জাতি,দেশ শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেক এগিয়ে যাবে।

সানবিডি/ঢাকা/আজিজার/এসএস