পাঁচ সংগীতশিল্পীকে নিয়ে নাটক!
আপডেট: ২০১৬-০৯-০৪ ১৭:৪৫:০৬
গান গাওয়াটাই তাদের প্রধান কাজ। তবে মাঝে মধ্যে সংগীতশিল্পীদের অভিনয় দক্ষতাও দেখা যায় নাটক-সিনেমায়। তবে এর আগে অভিনয়শিল্পীদের সঙ্গে সংগীতশিল্পীরা অভিনয় করলেও এবার ঘটছে ভিন্নতা।
নাটকে অভিনয় করছেন শুধুই গানের শিল্পীরাই। তাও আবার একই নাটকে। ঈদের জন্য নির্মিতব্য এ নাটকের নাম ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’।
এতে অভিনয় করছেন শুভ্রদেব, আগুন, ডলি সায়ন্তনী, মেহরাব ও পড়শী। নাটকটি পরিচালনা করলেন আরিফ খান।
আজ (রবিবার) উত্তরার একটি শুটিং বাড়িতে এর কাজ চলছে। এতে অংশ নিয়েছেন পড়শী ও মেহরাব। পড়শী জানালেন, তার বিপরীতে আছেন ক্লোজআপ ওয়ানের সংগীতশিল্পী মেহরাব।
পড়শী বললেন, ‘অভিনয়ে এর আগে একটু অভিজ্ঞতা হয়েছে চলচ্চিত্রের মাধ্যমে। তাই নাটকে খুব একটা অসুবিধা হচ্ছে না। সোমবার পর্যন্ত আমার শুটিং হবে।’ এদিকে, নাটকের গল্পে ডলি সায়ন্তনীর বন্ধু ও স্বামী চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন শুভ্রদেব ও আগুন।
সানবিডি/ঢাকা/এসএস