একই মঞ্চে যুবরাজের সাবেক তিন প্রেমিকা এবং হবু স্ত্রী
প্রকাশ: ২০১৬-০৯-০৫ ১৫:৩৭:১৮
একটা সময় তাঁদের দু’জনের প্রেম-কাহিনি নিয়ে আগ্রহের শেষ ছিল না। পরে ‘ব্রেক-আপ’ হয়ে যায় যুবরাজ সিংহ ও দীপিকা পাড়ুকোনের।
শনিবার রাতে ফের পাশাপাশি তাঁরা। দীপিকার হিট ফিল্ম ‘ব্রেক কে বাদ’-এর মতোই। তাও আবার যুবরাজের বাগ্দত্তা হেজেল কিচের সামনেই। যুবরাজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউউইক্যান’-এর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দীপিকা। অনুষ্ঠানের সেরা আকর্ষণও ছিলেন তিনিই।
অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন যুবির আরও দুই প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী নেহা ধূপিয়া ও কিম শর্মাও। ভাবী স্ত্রী হেজেল কি সেই কারণেই চশমা খুলে তাকালেন?
সানবিডি/ঢাকা/এসএস