সৌদি বাদশার আমন্ত্রণে বুধবার হজে যাচ্ছেন খালেদা
প্রকাশ: ২০১৬-০৯-০৬ ১৯:০২:২৬
সৌদি বাদশার আমন্ত্রণে আগামীকাল বুধবার সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল ৫টায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, সৌদি সরকারের অতিথি হিসেবে খালেদা জিয়া পবিত্র হজ পালন করবেন। হজ পালনের পাশাপাশি সেখানে খালেদা জিয়া সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে আতিথ্য গ্রহণ করবেন।
এছাড়া খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনাম আহমদ চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম হজে যাবেন বলেও জানান তারা।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে সেখানে লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ও নাতনিদের যোগ দেওয়ার কথা রয়েছে।
তবে হজ পালন শেষে সৌদি আরব থেকে খালেদা জিয়া কবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সানবিডি/ঢাকা/এসএস