দ্বিতীয় দফায় চাঁদা গ্রহণ শেষ হচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজের

আপডেট: ২০১৬-০৯-০৭ ১১:৩৯:৪০


Langkabanglaজিরো কুপন বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ। আগামী ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় চাঁদা গ্রহণ শেষ হচ্ছে। এর আগে গত ৪ আগস্ট প্রথম দফায় চাঁদা গ্রহণ শেষ হয়েছে। লিড অ্যারেঞ্জার সূত্রে এ তথ্য জানা গেছে।

মেয়াদি আমানতের সুদ কমে যাওয়ার পাশাপাশি কর অব্যাহতির সুবিধার কারণে সাম্প্রতিক বছরগুলোয় জিরো কুপন বন্ডের জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশ আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুসারে, জিরো কুপন বন্ড থেকে ব্যাংক, বিমা ও এনবিএফআই ছাড়া অন্য সব বিনিয়োগকারীর প্রাপ্ত মুনাফা করমুক্ত থাকবে।জানা গেছে, জিরো কুপন বন্ডের মেয়াদ হবে ৩ বছর। বিনিয়োগকারীরা ৬ মাস পর পর মুনাফাসহ তাদের বিনিয়োগ ফেরত পাবেন। করপোরেট প্রতিষ্ঠান বা ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের জন্য বন্ডটির রিটার্ন সমমেয়াদী স্থায়ী আমানতের চেয়ে বেশি হবে।

ডিএসইর সূত্র মতে, চলতি বছরের শুরুর দিকে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডকে ২০০ কোটি টাকার নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড বিক্রির অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ বিষয়ে লিড অ্যারেঞ্জার লংকা বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের হেড অব ইনভেস্টমেন্ট আদনান মাহমুদ চৌধুরী অর্থসূচককে বলেন, আর্থিক খরচ কমাতে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে। এটির প্রথম দফার মেয়াদ শেষ হয়েছে গত ৪ আগস্ট। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

সানবিডি/ঢাকা/এসএস