ইমরানের সুফি গান
প্রকাশ: ২০১৬-০৯-০৭ ১২:৫৭:১১
তরুণ সংগীতশিল্পী ইমরান এবার গাইলেন সুফি ঘরানার গান। ‘প্রিয়া রে’ শিরোনামের গানটি লিখেছেন তারিক তুহিন। যৌথভাবে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ ও মার্সেল।
সুফি ঘরানার গানে কণ্ঠ দিয়ে ইমরান বলেন, ‘সুফিধারার গানে এবারই প্রথম কাজ করলাম। যেহেতু প্রথম, তাই আমার সম্পূর্ণ মেধা ও দরদ দিয়ে গানটি সুন্দর করার চেষ্টা করেছি। আশা করছি, আমার এই পরিশ্রমের ফসল শ্রোতাদের কাছে সানন্দে গৃহীত হবে।’
গানটি ঈদে প্রকাশ পাবে ঈগল মিউজিকের ব্যানারে। গানটি শোনা যাবে জিপি মিউজিকে।
সানবিডি/ঢাকা/এসএস