রোনালদোকে ছাড়া হেরে গেলো পর্তুগাল

প্রকাশ: ২০১৬-০৯-০৭ ১৩:০৭:১৯


Ronaldoইনজুরির কারণে সেই ইউরো ফাইনাল থেকে দলে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়া খেলতে নেমে প্রাণভোমরার অনুপস্থিতি হারে হারে ঠিকই টের পেলো ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘বি’-তে নিজেদের উদ্বোধনী খেলায় সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে পর্তুগিজরা।

ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করে সুইজারল্যান্ড। ২৩ মিনিটে এমবোলো ও ৩০ মিনিটে মেহমেদি করেন গোল দুটি।

জয়ের দেখা পায়নি ইউরো ফাইনালিস্ট ফ্রান্সও। গ্রুপ ‘এ’ এর খেলায় বেলারুসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ফ্রান্স। একইভাবে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস।

এছাড়া লুক্সেমবার্গকে ৪-৩ গোলে হারিয়েছে বুলগেরিয়া। জয় পেয়েছে বেলজিয়াম। এই জয়ের মধ্য দিয়ে সাইপ্রাসকে ৩-০ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। অপর ম্যাচে পর্তুগালে জিব্রাল্টারকে ৪-১ গোলে হারিয়েছে গ্রিস।

সানবিডি/ঢাকা/এসএস