ইউনাইটেড পাওয়ারের পর্ষদ সভা ১৯ সেপ্টেম্বর

প্রকাশ: ২০১৬-০৯-০৭ ১৫:৩০:১২


United-Powerপুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিউশন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে। একই সভায় কোম্পানির গত ১৮ মাসের আর্থিক প্রতিবেদনও সমন্বয় করা হবে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সানবিডি/ঢাকা/এসএস