সম্প্রতি শাহরুখ খান ‘মহান কর্জ’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমার ভিডিও প্রকাশ করে চমকে দিয়েছেন ভক্তদের। সিনেমার নায়ক হিসেবে এতে প্রথম দেখা যায় কিং খানকে।
১৯৯১ সালে শাহরুখের থিয়েটার দলের বন্ধু দীনেশ লক্ষ্মণপাল ‘মহান কর্জ’ নির্মাণ করেন।
ক্যারিয়ারের প্রথমদিকে টেলিভিশন সিরিজ ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এ অভিনয় করেন ‘দিওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকা। এরপর টেলিভিশন ছেড়ে বলিউডে পা রাখার সিদ্ধান্ত নেন। ওই সময়ই ‘মহান কর্জ’-এর প্রস্তাব পান শাহরুখ। সিনেমাটিতে তিনি এক মহারাজার কোষাধ্যক্ষের ভূমিকায় অভিনয় করেন। পারিশ্রমিক পান ৩ হাজার রুপি।
‘মহান কর্জ’-এ অভিনয়ের পরের বছরই দিব্যা ভারতীর সঙ্গে অভিনয় করেন ‘দিওয়ানা’ ছবিতে। তারপর ধীরে ধীরে বলিউডের শীর্ষস্থান দখল করে নেন।
সানবিডি/ঢাকা/এসএস