‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধে আইসিটি আইন সংশোধন হবে’

আপডেট: ২০১৬-০৯-০৭ ১৬:৫৭:০০


Jamatবাংলাদেশে জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করতে আইসিটি আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

জামায়াতের রাজনীতি বন্ধ করা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বর্তমান আইসিটি আইন যখন প্রণয়ন করা হয়, তখন জামায়াতের কোনও কর্মকাণ্ড ছিল না। কাজেই ওই সময়ের আইনে রাজনৈতিক দল বা জঙ্গিবাদ দমন সম্পর্কে কিছুই বলা নেই। যেহেতু ট্রাইব্যুনাল রায় দিয়েছেন, জামায়াত ইসলামী একটি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী দল, তাই জামায়াতের বিচার প্রসঙ্গটি সামনে এসেছে। এখন রাজনৈতিক দল হিসাবে জামায়াত নিষিদ্ধের বিষয়টি আইসিটি আইনে আন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা হবে।’

ছাত্র শিবির নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান, ‘বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’

প্রধান বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার বিষয়ে রায় দিয়েছেন। এ বিষয়ে আপনি কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়েও আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবো। এই ট্রাইব্যুনাল সম্পর্কে জনগণ যা চাইবে, সেটি আমি তাকে বুঝাবো।বুঝানোর সময় যদি তার হাতে-পায়ে ধরতে হয়, তবে তাই করবো।’

সানবিডি/ঢাকা/এসএস