খুশকি দূর হবে লবণে!

প্রকাশ: ২০১৬-০৯-০৮ ১১:৪৮:৩৬


saltলবণে দূর হবে খুশকি! কথাটা শুনতো একটু অবাক লাগলেও বিষয়টি সত্য। খুশকি দূর করতে লবণ অসাধারণ কাজ করে। এ উপাদানটি খুব সহজেই আপনার মাথার তালুর খুশকি দূর করে দেয়। তবে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে, তৈলাক্ত ত্বকে খুশকি থাকে না। প্রকৃতপক্ষে, শুষ্ক ও তৈলাক্ত, দুই ধরনের ত্বকেই খুশকি থাকে। শুষ্ক ত্বকে খুশকি বেশি থাকলেও সহজেই দূর হয়, আর তৈলাক্ত ত্বকের খুশকি কম হলেও সহজে যেতে চায় না।

লবণ দিয়ে কীভাবে খুশকি দূর করবেন এ বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। আসুন দেখে নেই কিভাবে দূর হবে খুশকি?

লবণ ও শ্যাম্পু যেভাবে ব্যবহার করবেন

প্রথমে চুল ও মাথার তালু পানি দিয়ে ভিজিয়ে নিন। এবার হাতে সামান্য শ্যাম্পু নিয়ে এর মধ্যে লবণ মিশিয়ে মাথার তালুতে হালকাভাবে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। পুরো চুলে লবণ না লাগানোই ভালো। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। দেখবেন, খুশকি একেবারে দূর হয়ে যাবে।

প্রতি সপ্তাহে একদিন লবণ দিয়ে মাথার তালুতে স্ক্রাবিং করুণ। তাহেল আপনার চুল হবে একবারেই খুশকি মুক্ত।