আওয়ামী লীগের অ্যাকাউন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল টুইটার
প্রকাশ: ২০১৬-০৯-১০ ১২:৪১:১০
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অ্যাকাউন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টুইটার অ্যাকাউন্টের আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়ে আওয়ামী লীগের ফেসবুক পেইজে বলা হয়, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়া বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল আওয়ামী লীগ।
২০১৪ সালের জানুয়ারিতে চালু হওয়া আওয়ামী লীগের খুদেবার্তার সাইট কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যা বর্তমানে ২৫ হাজার ছাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা দলটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগের অপর মাধ্যমেও সক্রিয়।
টুইটারে আওয়ামী লীগের অ্যাকাউন্টটি স্বীকৃতির পাওয়ার ফলে দলটির নামে অন্য কোনো পাতা থাকলেও এখন আর কারও বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। আওয়ামী লীগের টুইটার অ্যাকাউন্টটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত দলটির টুইটারে মুখপত্র হিসেবে কাজ করবে।
টুইটার কর্তৃপক্ষ আওয়ামী লীগের অ্যাকাউন্ট ভেরিফাইড করার পরই নিজের টুইটার অ্যাকউন্টে এ বিষয়ে টুইট করেছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তিনি লিখেছেন, ফেসবুকের পর এবার ভেরিফাইড হলো বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট।
মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের স্বীকৃতির নিদর্শনস্বরূপ এই পেইজের প্রোফাইল ছবির সঙ্গে ইংরেজিতে লেখা আওয়ামী লীগের নামের পাশে ‘টিক চিহ্ন’তে মাউসের কার্সর রাখলেই ‘ভেরিফাইড অ্যাকাউন্ট’ লেখাটি দেখানো হচ্ছে।
এর আগে ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা দলটির ফেসবুক পেইজটি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি স্বীকৃতি দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
সানবিডি/ঢাকা/এসএস