সিলেটগামী পারাবতের ইঞ্জিন বিকল, ট্রেনের শিডিউল বিপর্যয়

আপডেট: ২০১৬-০৯-১১ ১০:২৬:৩৪


train-in-bangladeshপারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যাওয়া বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে রেলপথে বাড়ি ফেরা ফেরা মানুষ বিশেষ দুর্ভোগে পড়েছেন।

রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল পৌনে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তা ছেড়ে যায়নি।

বিমানবন্দর রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সিলেটের পারাবত এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে পড়ে আছে। এতে বিমানবন্দর রেল স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে।

সকাল ৬টায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সাড়ে ৬টায় কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেলেও সেটি বিমানবন্দরে এসে আটকা পড়ে। এতে যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন।

সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন রুটে প্রায় ৬টি রুটে ট্রেন যাওয়ার কথা থাকলেও প্রত্যেকটি ট্রেনে শিডিউল বিপর্যয় রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।

সানবিডি/ঢাকা/এসএস