অক্টোবরে ঢাকায় আসছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট

আপডেট: ২০১৬-০৯-১১ ১৫:৫৬:৩৬


jin-youngআগামী অক্টোবরে তিন দিনের ছফরে ঢাকায় আসছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য দেখতে তিনি বাংলাদেশে আসবেন।

আগামী ১৬ অক্টোবর ঢাকায় এসে ১৭ অক্টোবর ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ উদযাপন করবেন তিনি। এছাড়া এ দিন ঢাকায় দারিদ্র্য বিমোচন নিয়ে একটি ‘পাবলিক লেকচার’- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দিবেন কিম।

জিম ইয়ং কিম ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অষ্ট্রেলিয়ার সাবেক প্রেসিডেন্ট কেভিন মাইকেল রুডসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা বক্তৃতা করবেন ওই অনুষ্ঠানে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৮ থেকে ১০ অক্টোবর বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন শেষ করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিশ্ব ব্যাংক প্রেসডিন্ট।

ঢাকায় অবস্থানকালে কিম শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে একান্ত বৈঠক করবেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের কয়েকটি উন্নয়ন প্রকল্পও তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে।

সানবিডি/ঢাকা/এসএস