স্বাচিপের নতুন কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী

আপডেট: ২০১৬-০৯-১১ ১৭:৩২:৩৯


pm_hasina-1বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আজিজকে মহাসচিব করে গঠিত ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার স্বাচিপ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ সভাপতি ১১ জন, একজন কোষাধ্যক্ষ, তিনজন যুগ্ম মহাসচিব, ১১ জন সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ১৫ জন, সহ সম্পাদক ১৫ জন, নির্বাহী সদস্য ৭৮ জন ও উপদেষ্টা পরিষদে রয়েছেন ২১ জন।

সহ সভাপতি ১১ জন হলেন- ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. জামাল উদ্দিন চৌধুরী, ডা. আবদুর রউফ সরদার, ডা. রোকেয়া সুলতানা, ডা. এহসানুল কবীর জগলু, ডা. এএফএম রফিকুল আলম, ডা. শেখ বাহারুল আলম, ডা. এহতেশামুল হক দুলাল, ডা. মহসীনুজ্জামান চৌধুরী, ডা. তবিবুর রহমান শেখ ও ডা. একেএম শরীফুল ইসলাম।

কোষাধ্যক্ষ ডা. আবু ইউসুফ ফকির ও তিনজন যুগ্ম মহাসচিব হলেন- ডা. এএসএম জাকারিয়া, ডা. উত্তম কুমার বড়ুয়া এবং ডা. জুলফিকার আলী লেনিন।

১১ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে রয়েছেন- ডা. মহিবুল হাসান, ডা. নীহাররঞ্জন সরকার, ডা. অনুপ কুমার সাহা, ডা. আহসান হাবীব হেলাল, ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ডা. আবু জাফর চৌধুরী বিরু, ডা. এএনএম মিনহাজুর রহমান, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, ডা. শাহাদাৎ হোসেন রিপন, ডা. মেহেদী নেওয়াজ ও ডা. এম আজম খান।

এছাড়া বিভিন্ন পদে ১৫ জন সম্পাদকের মধ্যে রয়েছেন- দফতর সম্পাদক ডা. এহসান উদ্দিন খান, প্রচার সম্পাদক ডা. মাহবুবুর রহমান কচি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজল কুমার কর্মকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. কামরুল আক্তার সঞ্জু, প্রকাশনা সম্পাদক ডা. মীর মোবারক হোসেন দিগন্ত, সমাজকল্যাণ সম্পাদক ডা.এম জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. আফজালুল হক রানা, ক্রীড়া সম্পাদক ডা. এম আলাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এম বিল্লাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. আনোয়ারুল হক ফরাজী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ডা. ফাহিম চৌধুরী সনি, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, অপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. মো. তৌহিদুজ্জামান এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. আবু ফয়সাল মো. আরিফুল ইসলাম নবীন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ডা. আমান উল্লাহ এমপি, ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ডা. মাহমুদ হাসান, ডা. সোহরাব আলী, ডা. মোজাম্মেল হোসেন এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. আবু শফি আহমেদ আমিন, ডা. আফসারুল আমিন এমপি, ডা. কাজী শহীদুল আলম, ডা. সিএম দেলোয়ার রানা, ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ডা. মোখলেসুর রহমান, ডা. মুজিবুর রহমান ভূঁইয়া আঙ্গুর, ডা. মনজুর হোসেন, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন খলিফা, ডা. শাহ্ মনির হোসেন, ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. আফজাল হোসেন, ডা. একিউএম সিরাজুল ইসলাম, ডা. মীর নজরুল ইসলাম ও ডা. শাহ মনোয়ার হোসেন।

 সানবিডি/ঢাকা/এসএস