কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ২০১৬-০৯-১২ ১০:২৯:৫২


road_accident-1ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হতেয়া নামক স্থানে বাস ও ট্রাকের পাশাপাশি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোর ৫টার দিকে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, সোমবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক ওভারটেকিং করার সময় পাশাপাশি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের ডান পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। যাত্রীবাহী বাসটি দ্রুত চলে যায়। নিহতদের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস