চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ আটক ৩০
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৭-০৭ ০৮:৩৫:৪৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অভিযান চালিয়ে গাঁজাসহ প্রায় ৩০ জনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। এর মধ্যে ৭-৮ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাকিরা বহিরাগত।
শনিবার (৬ জুলাই) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। এ সময় গাঁজা উদ্ধারের পাশাপাশি বহিরাগতদের থেকে মোটরসাইকেল ও কারের চাবি, আইডি কার্ড জব্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ক্যাম্পাসের বায়োলজিক্যাল পুকুর পাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুর পাড় ও অতীশ দিপঙ্কর হল এলাকাসহ বিভিন্ন জায়গায় নিয়মিত বসে মাদকের আড্ডা। এমন সংবাদের ভিত্তিতে গোপনে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। এসময় গাঁজা সেবনরত অবস্থায় মোট ১৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন চবির ছাত্র, বাকিরা বাইরের। এছাড়া ১৫-২০টি বহিরাগত মোটরসাইকেল আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ে অনুমতি ব্যতীত বহিরাগত প্রবেশে কিছুদিন আগে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে মাদক সেবনকারী প্রায় ৮-১০টা গ্রুপকে আটক করি। এসময় ক্যাম্পাসের শিক্ষার্থী ও বহিরাগত মিলিয়ে প্রায় ৩০ জনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করেছি।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে একাডেমিক শাস্তির দিকে যাবো। আর যারা বহিরাগত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।
বিএইচ