ইতোমধ্যেই ৩০০ কেজির শরীরই বিপদজ্জনক হয়ে উঠেছে মনিকার জন্য। কিন্তু, তার তোয়াক্কা তিনি করেন না। এখন হাটার মতো সামান্য ক্ষমতা থাকলেও আরও ওজন বাড়লে নড়াচড়া করতে পুরোপুরি অক্ষম হয়ে যেতে পারেন তিনি। তখন নিজেকে ‘মিশরের রানি’ মনে করবেন বলে জানিয়েছেন তিনি।
মনিকার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওয়ে দেখা গিয়েছে, তার বয়ফ্রেন্ড সিদ রিলে ফানেলে করে হাই-প্রোটিন খাবার খাওয়াচ্ছেন তাকে। কখনও বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তাকে সাহায্য করছেন সিদ। এমনকি, বয়ফ্রেন্ডের সাহায্য না নিয়ে তিনি এ-পাশ ও-পাশ করতে পারেন না।