স্বপ্ন তার বিশ্বের মোটাতম মানুষ হবার

প্রকাশ: ২০১৬-০৯-১৭ ১২:০৪:২৪


monicahomeকতজনের তো কত স্বপ্ন থাকে। কিন্তু এ রকম অদ্ভুত স্বপ্নের কথা কে কবে শুনেছে? বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হতে চান তিনি।

২৭ বছর বয়সী মার্কিন নারী মনিকা রিলেকে স্বপ্ন দেখেন তিনি বিশ্বের সবচেয়ে ওজনদার মানুষ হবেন একদিন। এখন তার ওজন ৩০০ কেজি। আরও ১৫০ কেজি ওজন তিনি বাড়াতে চান। আর এ কাজে তাকে সগযোগিতা করছে তার বয়ফ্রেন্ডও।

ইতোমধ্যেই ৩০০ কেজির শরীরই  বিপদজ্জনক হয়ে উঠেছে মনিকার জন্য। কিন্তু, তার তোয়াক্কা তিনি করেন না। এখন হাটার মতো সামান্য ক্ষমতা থাকলেও আরও ওজন বাড়লে নড়াচড়া করতে পুরোপুরি অক্ষম হয়ে যেতে পারেন তিনি। তখন নিজেকে ‘মিশরের রানি’ মনে করবেন বলে জানিয়েছেন তিনি।

মনিকার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওয়ে দেখা গিয়েছে, তার বয়ফ্রেন্ড সিদ রিলে ফানেলে করে হাই-প্রোটিন খাবার খাওয়াচ্ছেন তাকে। কখনও বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তাকে সাহায্য করছেন সিদ। এমনকি, বয়ফ্রেন্ডের সাহায্য না নিয়ে তিনি এ-পাশ ও-পাশ করতে পারেন না।