মাকে হত্যার পর ছেলের আত্মহত্যার চেষ্টা

প্রকাশ: ২০১৬-০৯-১৭ ১৬:১৬:০১


cattogeramচট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা নামক এলাকায় ছেলে তার মাকে গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হতভাগ্য এই মায়ের নাম কুমকুম চৌধুরী (৫৭)। আর ঘাতক ছেলের নাম সুমির চৌধুরী (২৮)। শনিবার দুপুরের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন সেলিম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুমির চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান ওসি।