নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই: হানিফ
প্রকাশ: ২০১৬-০৯-১৭ ১৬:৪০:১২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি তাদের কর্মকান্ডের জন্য জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী ও সন্ত্রাসীদের কর্মকান্ডের উপর ভর করেছে।
আজ সকালে কুষ্টিয়া শহরের পিটিআইরোডস্থ তার নিজ বাসভবনে দলীয় নেতা কর্মিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড যখন আইনশৃংখলা বাহিনী দমনের চেষ্টা করছে তখন তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে।
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে দুই-তিন বছর আগে আলোচনার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উন্নয়ন কর্মকান্ড দেখতে চায় সকলে। নির্বাচন নিয়ে জণগণ ভাবছে না। নির্বাচনের যখন সময় আসবে তখন আলোচনা হবে।
মতবিনিময় সভায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস