চুয়াডাঙ্গায় সজীব হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রকাশ: ২০১৬-০৯-১৮ ১০:৩৬:২৮
চুয়াডাঙ্গার দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা গ্রামে একাধিক হত্যা মামলার আসামি রকিব মেম্বার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত সন্ত্রাসী রকিব মেম্বার জেলার বহুল আলোচিত দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের ভেতরে অনুষ্ঠিত ফলজ ও বৃক্ষ মেলা থেকে অপহরণ শেষে হত্যা করা মেধাবী ছাত্র মাহফুজুর রহমান সজীব (১৪) হত্যা মামলার প্রধান আসামি।
রাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া মনিরামপুর গ্রামের ঈমান আলীর ছেলে ও আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার।
দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের টহল দলের সদস্যরা শরিবার রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা গ্রামের পাকা রাস্তার ধারে একটি আম বাগানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। অবস্থা বেগতিক দেখে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রাত ৩টার দিকে র্যাব সদস্যরা আম বাগানের ভেতর ঢুকে লাইটের আলোয় গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতাল) নেয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গুলিবিদ্ধ সন্ত্রাসীকে মৃত. ঘোষণা করেন।
র্যাব-৬ এর টহল দলটি তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় না পাওয়ায় অজ্ঞাত হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
ওসি আরো জানান, নিজস্ব সোর্সের মাধ্যমে আমরা অনেকটাই নিশ্চিত এটা কুখ্যাত সন্ত্রাসী দামুড়হুদার আলোচিত মেধাবী ছাত্র সজীব অপহরণ শেষে হত্যা মামলার প্রধান আসামি এবং আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার রকিব উদ্দিন ওরফে রকিব। রকিবের বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় কমপক্ষে অর্ধডর্জন হত্যা মামলাসহ ছিনতায়, অপহরণ ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস