ট্যাম্পাকোর মালিকসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশ: ২০১৬-০৯-১৮ ১২:০৭:৫৭


tonghi-gazipurটঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক মকবুল হোসেন লেচু মিয়াসহ ১০জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে টঙ্গী থানায় হত্যা মামলা হয়েছে।

শনিবার রাতে টঙ্গী থানার এসআই অজয় চক্রবর্তী বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে কারখানার মালিক মকবুল হোসেন লেচু মিয়াকে। এছাড়া মামলায় কারখানা মালিকের ছেলে, মেয়ে, মেয়ের জামাইদেরও আসামি করা হয়।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৪ জন নিহত এবং ৪০ জন আহত হয়। এ ঘটনায় নিহত এক শ্রমিকের বাবা বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেন।