জায়গা কিনবে ইউনাইটেড ইন্স্যুরেন্স
প্রকাশ: ২০১৬-০৯-১৮ ১১:২৫:৩৫
বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ অফিসের জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি কার পার্কিং সহ অফিসের জন্য ৬ হাজার ৩৩৩ বর্গফুট জায়গা কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির জায়গা কিনতে প্রতি বর্গফুটে ১৫ হাজার ৪৩৫ টাকা করে খরচ পড়বে। এই হিসাবে কোম্পানিটির ভ্যাট, ট্যাক্স, রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে ১০ কোটি টাকা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের “সেল রোজ- এন- ডেল” ভবনের ১২তম ফ্লোরে জায়গা কিনবে।
উল্লেখ্য, কোম্পানিটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন পেলেই জায়গা কিনতে পারবে।
সানবিডি/ঢাকা/এসএস