বরিশালে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২০১৬-০৯-১৯ ১০:৫৫:১৬
বরিশাল নগরের রুপাতলী বটতলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে ওই এলাকার জলপাইতলা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ। মরদেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
ওই যুবকের পরনে রয়েছে আকাশী রঙের চেক শার্ট ও চেক লুঙ্গি। তবে তার শরীরের ওপর আরেকটি রক্তাক্ত সাদা চেক শার্ট পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হবে।