খালেদা জিয়া দেশে ফিরবেন বৃহস্পতিবার
প্রকাশ: ২০১৬-০৯-১৯ ১২:২১:২৮
পবিত্র হজ পালন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরব থেকে দেশে ফিরবেন বৃহস্পতিবার। ওইদিন বিকেল ৫টায় সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৭ সেপ্টেম্বর সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করতে যান খালেদা জিয়া।
এ দিকে হজ শেষে শনিবার মক্কায় বিদায়ী তাওয়াফ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় পরিবারের সদস্য ও সফরসঙ্গীরা তার সঙ্গে ছিলেন। বর্তমানে তিনি সপরিবারে মদিনায় রয়েছেন।