লেবু দিয়ে মোবাইল চার্জ! [ভিডিও]

প্রকাশ: ২০১৬-০৯-১৯ ১৬:৩৫:২০


lemon_chargerমোবাইলে চার্জ দেয়া নিয়ে চিন্তিত থাকেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কোথাও বেড়াতে গেছেন, মোবাইলের চার্জ শেষ। চার্জার থাকলেও বিদ্যুৎ নেই। একটা পাতি লেবু আপনার এই চিন্তা কমিয়ে দিতে যথেষ্ট।

হ্যাঁ, লেবু দিয়ে মোবাইল চার্জ দেয়ার এমন একাধিক ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে। যেগুলোতে দাবি করা হচ্ছে, পাতি লেবু দিয়েই মোবাইল ফোনে চার্জিং সম্ভব।

বাস্তবে সম্ভব কি না আপনি নিজেই এই ভিডিও দেখে প্রয়োগ করতে পারেন!