বিএনপিই জঙ্গিবাদের জন্ম দিয়েছে

প্রকাশ: ২০১৬-০৯-১৯ ১৭:৩২:৪৮


rabiরাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘জামায়াত-শিবিরের জন্মদাতা হচ্ছে বিএনপি। বাংলাদেশে যত জঙ্গি সংগঠনের সৃষ্টি তার সবই বিএনপির শাসন আমলে। বিএনপির ছত্রছায়ায় রাজনৈতিক দল নামে জঙ্গি সংগঠন জামায়াত-শিবির বিকশিত হয়।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জুবায়ের হোসেন রিমুর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডীন্স কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের রক্ত ও শহীদ রিমুর রক্তের মূল্য সমান। কেননা রিমু হত্যার পরই দেশে প্রথম রাজাকারদের শাস্তির জন্য মানুষ স্বোচ্চার হয়ে ওঠে। সে সময়ে কেউ কল্পনাও করেনি বাংলাদেশের মাটিতে ওই সব স্বাধীনতাবিরোধী রাজাকারদের বিচার হবে। কিন্তু শেখ হাসিনা রাজাকারদের ফাঁসি কার্যকর করে প্রমাণ করেছেন এদেশে রাজাকারের কোনো ঠাঁই নেই।

রাবি ছাত্রমৈত্রীর সভাপতি মাহবুব আলম সুজনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, অধ্যাপক সুজিত কুমার সরকার, পবা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল হক প্রমুখ।

এদিকে, শিবির ক্যাডারদের হামলায় নিহত ছাত্রমৈত্রী নেতা শহীদ জুবায়ের চৌধুরী রিমুর ২৩তম মৃত্যুবার্ষিকী পালনে সকালে ক্যাম্পাসে শোকর‌্যালি ও আলোচনাসভা করেছে রাবি শাখা ছাত্রমৈত্রী। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার সময় বিটিভির রাত দশটার খবর শেষে সবাই যখন টিভি কক্ষে সেই সময়ের জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক দেখছিলেন, তখনই বহিরাগত সশস্ত্র ক্যাডারদের নিয়ে শেরে বাংলা হলে পরিকল্পিতভাবে হামলা চালায় শিবির। এসময় তারা ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের খুঁজে খুঁজে হাত-পায়ের রগ কেটে দেয়। এরপরও ঘাতকেরা সন্তুষ্ট হয়নি। মেঝেতে পড়ে থাকা রিমুকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস