রিজার্ভ চুরির অর্থ ফেরতের নির্দেশ ফিলিপিনো আদালতের
আপডেট: ২০১৬-০৯-১৯ ১৮:৩৮:২১
চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রিজার্ভের উদ্ধারকৃত অংশ বাংলাদেশ ব্যাংককে ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছে ম্যানিলার একটি আদালত। সোমবার দেশটির সরকারি এক আইনজীবীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা। ঘটনা তদন্তকারী ম্যানিলার ব্লু রিবন কমিটি জানায়, আরসিবিসি ব্যাংকের মাকাতি সিটির জুপিটার স্ট্রিটের শাখা থেকে ওই ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার দুই ব্যবসায়ীর সহ ব্যাংকটির চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে এই অর্থ ক্যাসিনোতে ব্যবহার করা হয়।
ফিলিপাইনের বিচার বিভাগের প্রধান সরকারি কৌঁসুলি রিকার্ডো পরস বলেন, বাংলাদেশকে দেড় কোটি ডলারের বৈধ মালিক হিসেবে ঘোষণা দিয়েছেন আদালত।
ফেব্রুয়ারির শুরুতে অজ্ঞাত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশের ১ বিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। পরে ম্যানিলার আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্ট ব্যবহার করে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা।
গত মে মাসে শেষ হওয়া ফিলিপাইনের সিনেটের শুনানিতে ৩৫ মিলিয়ন ডলার অর্থ ক্যাসিনো জাংকেট অপারেটর কিম অংয়ের অ্যাকাউন্টে যায় বলে স্বীকার করেন তিনি; তবে এর মধ্যে মাত্র ১৫ মিলিয়ন ফেরত দিয়েছেন কিম। সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয়েছিল।
এর আগে ফিলিপাইন জানায়, বাংলাদেশের তরফ থেকে ওই অর্থ পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলেই তা ফেরত দেয়া হবে। তবে অবশিষ্ট অর্থের বিষযটি এখনো পরিষ্কার নয়।
সানবিডি/ঢাকা/এসএস