গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেস্বর
প্রকাশ: ২০১৬-০৯-২০ ১৭:০৬:১১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেস্বর রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৪৫ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৬৫২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫২০ বারে ৭ হাজার ৯৫৪টি শেয়ার লেনদেন করে।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই শেয়ারটির দর ২৬ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯০ শতাংশ দর বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৭৩ টাকা ৯০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ৪ হাজার ৪৩৩ বারে ৩ লাখ ৩৫ হাজার ২৪৪টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিঙ্গার বিডির দর ১০ টাকা বা ৫ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপলো ইস্পাত, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডরিন পাওয়ার, জিএসপি ফিন্যান্স, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফু-ওয়াং সিরামিকস।
সানবিডি/ঢাকা/এসএস