নতুন প্রজন্মকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে সচেতন হওয়ার আহ্বান

প্রকাশ: ২০১৬-০৯-২০ ১৭:৩৮:২০


NAHID-2নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের মতো জীবন বিনষ্টকারী বস্তু যাতে ছুঁতে না পারে তার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ, আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়।
মঙ্গলবার বেলা ১০টার দিকে রাজশাহীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক নম্বর ব্যাটালিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেনসিডিল, ১৯৮ বোতল বিদেশি মদ, ২৮ লিটার দেশি মদ, ১ কেজি ৫৪০ গ্রাম হেরোইন, ৯৬টি ইয়াবা বড়ি ও ৫০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু নতুন প্রজন্মকে সঠিক পথে না রাখতে পারলে অগ্রগতিই হবে না।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। কিন্তু ৭৫’র ঘাতকরা তা করতে দেয়নি। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে আমাদের দেশ অনেক দূর এগিয়েছে। আশা করছি ২০২১ সালের মধ্যে আমরা নতুন পর্যায়ে উন্নীত হবো। এজন্য শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে।
সানবিডি/ঢাকা/এসএস