ভুয়া লেনদেন শনাক্ত ও বন্ধ করতে সুইফটের নতুন উদ্যোগ

আপডেট: ২০১৬-০৯-২০ ১৮:৪৪:৫৬


suftরাষ্ট্রীয় রিজার্ভ ব্যাংক হ্যাক করে অর্থ পাচারের সবচাইতে বড় ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। এ সময় ব্যাংক থেকে চুরি করা হয় আট কোটি ১০ লাখ ডলার। এরপর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্বব্যাপী আন্তঃব্যাংক লেনদেনের মেসেজিং নেটওয়ার্ক প্রতিষ্ঠান সুইফটকে। সে কারণেই এবার হ্যাকারদের থেকে নিজ গ্রাহকদের রক্ষায় দৃঢ় অবস্থান তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্স প্রকাশিত রিপোর্ট অনুসারে, ইতোমধ্যে হ্যাক হয়ে যাওয়া অর্থের অবস্থান চিহ্নিত করতে চেষ্টা করছে সুইফট। সেই সঙ্গে তারা গ্রাহকদের সাহায্য করবে তাদের চুরি যাওয়া টাকা ফেরত পেতে। সেই সঙ্গে নিজেদের মেসেজিং ব্যবস্থার নিরাপত্তা বাড়াতে এবার অর্থ লেনদেনের বার্তা প্রেরণের পাশাপাশি পৃথকভাবে গ্রাহকের কাছে একটি বার্তা পাঠাবে সুইফট। প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট নিরাপদ চ্যানেল দিয়ে এতদিন সকল বার্তা আদান-প্রদান করত সুইফট। কিন্তু এখন থেকে তারা দুটি বার্তা আদান-প্রদান চ্যানেল ব্যবহার করবে। একটি মাধ্যমে অর্থ লেনদেন সংক্রান্ত তথ্য যাবে এবং পৃথক চ্যানেল দিয়ে গ্রাহকের কাছে যাবে একটি মেসেজ।
এ ছাড়াও প্রতি মাসে লেনদেনের বিস্তারিত রিপোর্ট ও ঝুঁকি বিষয়ক রিপোর্ট গ্রাহককে পাঠাবে সুইফট। রয়টার্স।