মেয়ে হলেই গর্ব করবেন কারিনা!

প্রকাশ: ২০১৬-০৯-২০ ১৮:০০:৫১


karina2আগামী ডিসেম্বরেই মা হতে যাচ্ছেন কারিনা কাপুর। সাধারণত এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি উত্তর দেন। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে তার অনাগত সন্তান ছেলে না মেয়ে হচ্ছে- এমন প্রশ্নে অনেকটা বিরক্ত ভাব দেখালেন এ অভিনেত্রী।

কারিনা কাপুর জানালেন- তার সন্তানটি যদি মেয়ে হয় তবে তিনি বেশি গর্ববোধ করবেন। কারণ তিনি মনে করেন, তার পরিবারের একটি ছেলে যা করতে পারেননি, তিনি তাই করে দেখিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি, মানুষের মুখ বন্ধ রাখার জন্য এর চেয়ে শক্তিশালী কোনো উত্তর নেই।

প্রসঙ্গত, ২০১২-তে ছোট নবাব সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনার। তার আগে পাঁচ বছরের প্রেম করেছেন তারা। বিয়ের পরে কারিনার সিনে কেরিয়ার থমকে থাকেনি। সমান তালে চালিয়েছেন অভিনয়।

সানবিডি/ঢাকা/এসএস