তানভীর হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-২৯ ১৫:১৪:১৬
টাঙ্গাইলে টিআইএসটির ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর মাহতাব ইশরাককে খুনের মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-আবু ফয়সাল, অমিত হাসান, আরিফুল ইসলাম অনিক ও খন্দকার মেহেদী হাসান নভেল।
সোমবার (২৯ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু আবদুল্লাহ ভুঞা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ইশরাক তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে ইশরাককে দেখা করার জন্য আসামিরা ফোন করে। সে টাঙ্গাইল সদর থানাধীন পৌর উদ্যানের পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা করতে যায়। সেখানে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ইশরাকের বাবা ইব্রাহিম খলিল পরদিন টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।
এম জি