বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-২৯ ১৮:১৯:৫৮


বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-৩৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে “ফর্টেস বোর্ডরুমস : দ্য ইম্প্যাক্ট অব কো-অপ্টড বোর্ডস অন অ্যান্টি-টেকওভার প্রোভিশন ইন ইউএস ফার্মস” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওমানের কলেজ অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টাডিজ এর একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ দুলাল মিয়া।

প্রবন্ধটি লিখেছেন ড. মোহাম্মাদ দুলাল মিয়া ও যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি’র একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রাশেদুল হাসান।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ তারেক এর সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. মোঃ নুরুল কবির।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিআইসিএম-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব নাজমুছ সালেহীনসহ ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিএইচ