আসছেন শুভশ্রী, সঙ্গে প্রচারণার ঢোল

প্রকাশ: ২০১৬-০৯-২১ ১২:০৪:০১


suvosriকলকাতার শুভশ্রী এর আগেও ঢাকায় এসেছেন। এই তো সপ্তাহ দুই আগেও তিনি চুপিচুপি এসে শুটিং করে গেছেন। টের পায়নি তেমন কেউ।

তবে এবার আর চুপিচুপি কিছু হচ্ছে না। বরং প্রচারণার ঢোল বাজাতেই আসছেন তিনি! ৭ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ‘প্রেম কি বুঝিনি’। এতে অভিনয় করেছেন তিনি। এর প্রচারণার জন্য ২৬ সেপ্টেম্বর তিনি আসছেন ঢাকায়।

এমনটাই খবর মিলেছে জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে। এর কর্ণধার আবদুল আজিজ জানান, ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণার জন্য শুভশ্রী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। মাত্র এক দিনের সফর শেষে ২৭ তারিখেই তিনি ফিরে যাবেন। এক দিনে শুভশ্রী বেশ কিছু প্রচারণার কাজে অংশ নিবেন ঢাকায়।

‘প্রেম কি বুঝিনি’ ছবিতে শুভশ্রী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভারতের ওম, বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস পিয়া, হাসান ইমাম, রেবেকাসহ অনেকে।

পেলে ভট্টাচার্যের গল্পে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার ও আবদুল আজিজ (!)। গল্পে দেখা যাবে, লন্ডনে পড়াশোনা করেন ওম ও শুভশ্রী। ক্লাসরুমসহ নানা জায়গায় দুজনের চলে খুনসুটি। এরপর একটা সময় মেধাবী ছাত্র ওমকে টপকে ক্লাসে প্রথম হন শুভশ্রী। শুরু হয় দুজনার প্রেমে নতুন টানাপোড়েন।

উল্লেখ্য, এর আগে অনন্য মামুনের পরিচালনায় বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেন শুভশ্রী।  নাম ‘আমি শুধু চেয়েছি তোমায়’।

সানবিডি/ঢাকা/এসএস