দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০১ ১৫:২৯:২৬
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২৭২ বারে ১ লাখ ২৬ হাজার ৩৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১৮১ বারে ১ লাখ ২ হাজার ৫৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১৫ হাজার ৭৫৯ বারে ৮৭ লাখ ৮২ হাজার ১৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৭৪ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৮.১৮ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৮.০৪ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৭.৮২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭.৩৯ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৭.০৫ শতাংশ এবং সিকদার ইন্স্যুরেন্সের ৬.৬৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস