রিজার্ভ চুরির প্রতিবেদন আপাতত প্রকাশ হচ্ছে না: অর্থমন্ত্রী

প্রকাশ: ২০১৬-০৯-২১ ১৭:৩০:১৯


Muhitবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন আপাতত প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনি এ কথা জানান।

আগামীকাল বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা ছিল। গত সোমবার ফিলিপাইনের আদালত উদ্ধার হওয়া দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দেয়। খুব শিগগির এ টাকা বাংলাদেশের হাতে আসছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা। যার বড় একটি অংশ ফিলিপাইনে পাচার হয়। তার একটি অংশ ইতোমধ্যে ফিলিপাইনের কাছে জব্দ আছে।

অর্থমন্ত্রী বলেন, রিজার্ভের কিছু টাকা আমরা পাচ্ছি। বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। এই মুহূর্তে রিজার্ভ চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তা উদ্ধার কাজকে ব্যাহত করবে। ফলে আপাতত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।

করে নাগাদ এ প্রতিবেদন প্রকাশ করা হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

এর আগে অর্থমন্ত্রী বলেন, রিজার্ভের অর্থ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন আমার হাতে আছে। আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হবে।

সানবিডি/ঢাকা/এসএস