গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার জামিন শুনানি বিকেলে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-০২ ১৫:৪৬:৫৫
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকায় হওয়া মামলায় গ্রেপ্তার ৩৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ শুক্রবার (২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হবে।
আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঢাকার সিএমএম কোর্টে এ শুনানি হবে।
সাম্প্রতিক সহিংসতার ঘটনার মামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়। কিছু কিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না।
অবশ্য সরকারও নিরপরাধ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে।
এম জি