৩ খাতের শেয়ারে শতভাগ দর বৃদ্ধি
আপডেট: ২০১৬-০৯-২১ ১৮:৪৯:১১
পুঁজিবাজারে ৩ খাতের তালিকাভুক্ত কোম্পানির শতভাগ শেয়ার দর বেড়েছে। খাত ৩টি হলো- পাট খাত, কাগজ ও মূদ্রণ খাত এবং সেবা ও আবাসন খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার কার্যদিবস শেষে দেখা গেছে, পাট খাতের ৩ কোম্পানির শতভাগ দর বেড়েছে। এর মধ্যে জুট স্পিনার্সে ৬ দশমিক ৯৬ শতাংশ বা ৩ টাকা ৯০ পয়সা। নর্দান জুটে ৮ দশমিক ৭৫ শতাংশ বা ২৫ টাকা। আর সোনালী আশে বাড়ছে ৯ দশমিক ৯৭ শতাংশ শেয়ার দর।
কাগজ ও মূদ্রণ খাতের ২ কোম্পানির মধ্যে হাক্কানী পাল্প অ্যান্ড পেপারে ১ দশমিক ৫৯ শতাংশ বা ৮০ পয়সা। আর খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ২২ শতাংশ বা ২০ পয়সা।
আর সেবা ও আবাসন খাতে ইস্টার্ন হাউসিংয়ে দর বেড়েছে দশমিক ৮৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকে ৪ দশমিক ২৩ শতাংশ, শমরিতা হসপিটালে দশমিক ২৫ শতাংশ ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডে দশমিক ৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এছাড়া সিরামিক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।