কারফিউ শুরু, সড়ক ছাড়েননি শিক্ষার্থীরা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-০৪ ২০:১৪:৫৫


সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। এসময় বাইরে জনসাধারণের চলাচল এবং উপস্থিতি নিষিদ্ধ হলেও সরকারের নির্বাহী এই আদেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এখনও সড়কেই অবস্থান করছেন। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ ঘোষণা দেন সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিকেল সাড়ে ৫টা থেকে সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে হাতে বাঁশের লাঠি, রড, জিআই পাইপ এবং মাথায় পতাকা ও লাল কাপড় বেঁধে হাজারখানেক শিক্ষার্থী অবস্থান করছেন। কিছু সময় পর পর বিভিন্ন দিক থেকে ছোট ছোট মিছিল এসে যুক্ত হচ্ছে এ জায়গায়। অপরদিকে সায়েন্সল্যাব হয়ে ঝিগাতলা অভিমুখের সড়কে অবস্থান নিতে দেখা গেছে আরেকদল শিক্ষার্থীকে।

সায়েন্সল্যাবে অবস্থান করে কয়েকজন আন্দোলনকারী বলেন, কোনোভাবে না পেরে সরকার এখন পেশি শক্তি প্রয়োগ করছে। কিন্তু আজ সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোনোভাবেই জনতার এই প্রতিরোধ কেউ রুখতে পারবে না।

এম জি