বিএসইসির ওয়েবসাইট হ্যাকড

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৮-০৫ ০১:২৭:৩৮


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিএসইসির ওয়েবসাইট sec.gov.bd তে গেলে ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তথ্য অনুযায়ী, রাতে ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় হ্যাকড বাই স্টুডেন্ট সম্বলিত একটি ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। আর সেই ছবিটি কোটা আন্দোলনকারীদের।

ধারণা করা হচ্ছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের একটি পক্ষ বিএসইসির ওয়েবসাইটটি হ্যাক করে থাকতে পারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালে এর কোনো উত্তর মেলেনি।

এএ