শিমুল বিশ্বাসসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট: ২০১৬-০৯-২২ ১৮:২৮:২০


simul-biswasবিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা পল্লবী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পরোয়ানা জারিকৃত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, হাবিব-উন-নবী খান সোহেল। উল্লেখ্য, ২০১৫ সালে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস