ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০৬ ১১:৪১:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে লাভ বা লোকসান হয়নি।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (অক্টোবর’২৩-জুন’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের দুই প্রান্তিক শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ০৪ পয়সা।
এসকেএস