সূচকের বড় উত্থান পুঁজিবাজারে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০৬ ১৫:১০:২২
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৮ টির, দর কমেছে ৬০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯ টির।
ডিএসইতে ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৪২ কোটি ১৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯৩ পয়েন্টে।
সিএসইতে ২২২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯ টির দর বেড়েছে, কমেছে ৫২ টির এবং ১১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২৯লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস