দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইডস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০৬ ১৫:৩৮:০৩
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪৩৬ বারে ১৬ লাখ ৯০ হাজার ৯৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪১৭ বারে ৭ লাখ ৯ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৯২ বারে ৮ লাখ ৮ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বে লিজিংয়ের ১০ শতাংশ, ড্রাগণ সোয়েটারের ১০ শতাংশ, জেনারেশন নেক্সট’র ৫.৪৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ১০ শতাংশ, পূবালী ব্যাংকের ১০ শতাংশ, রবি আজিয়াটার ১০ শতাংশ এবং সাইহাম টেক্সটাইল মিলসলিমিটেডের ১০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস