সূচকের বড় উত্থানে সুবাতাস বইছে পুঁজিবাজারে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০৭ ১৫:১১:৫৫
সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৬ টির, দর কমেছে ১১৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬ টির।
ডিএসইতে ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৫ কোটি ৫৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৩৮ পয়েন্টে।
সিএসইতে ২৫৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬০ টির দর বেড়েছে, কমেছে ৭৫ টির এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস