প্রশ্নপত্র ফাঁস অসম্ভব: মীজানুর রহমান

প্রকাশ: ২০১৬-০৯-২৪ ১২:০৬:২১


jnuপ্রশ্নপত্র ফাঁসের জালিয়াত চক্র প্রশ্নপত্রের কাছেও যেতে পারবে না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর কলা ও আইইআর এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।

এসময় তিনি আরো বলেন, যদি কেউ প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে তবে সেটি হবে ব্যর্থ প্রচেষ্টা। কেননা প্রশ্নপত্র তৈরিতে সর্বাধুনিক
প্রযুক্তি ডাবল বার কোড পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আর প্রশ্নপত্রের অসংখ্য সেট তৈরি করা হয়েছে। যার ফলে কেউ চেষ্টা
করলেও প্রশ্নপত্র ফাঁস করত সক্ষম হবে না।
জালিয়াতির সাজা প্রদানে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে জানিয়ে উপাচার্য বলেন, ধরা পড়লে সঙ্গে সঙ্গে সাজা প্রদান
করা হবে।

উপাচার্য আরো বলেন, এবার ‘বি’ ইউনিটের ৬৭০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রায় ৫৪ জন। আর পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতিআছে বলেও জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস