দীপিকা-কাটরিনার পর এবার শ্রুতি

প্রকাশ: ২০১৬-০৯-২৪ ১৭:৫৯:০০


deepikaকসঙ্গে কাজ করতে গিয়ে তারকাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব থেকে সেটা প্রেম পর্যন্ত গড়া। এই প্রেমের সম্পর্ক কারো কারো একাধিকও হয়ে থাকে। বলিউড তারকা রণবীর কাপুরের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে। সুপারস্টার দীপিকা পাড়–কোনের সঙ্গে বন্ধুত্ব হয় তার।

এরপর প্রেমে মজেছেন দুজন। অনেকে ধরেই নিয়েছেন এই জুটি শেষ পর্যন্ত এক ছাদের নিচে বাস করবেন। কিন্তু পারিবারিক কারণে দীপিকার হাতটি ছেড়ে দিতে হয়েছে রণবীরকে। কিছুদিন পর কাটরিনা কাইফের সঙ্গেও তার প্রেম হয়। শুধু তাই নয়, বলিউডের গত কয়েক বছরের আলোচনায় থাকা জুটিগুলোর মধ্যে রণবীর-কাটরিনাই ছিলেন অন্যতম। কিন্তু ফলাফল শূন্য। দীপিকার মতোই কাপুর পুত্রের  সঙ্গে বিচ্ছেদ ঘটে কাটরিনার।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে তারা আলাদা পথে হাঁটছেন। বিষয়টি নিয়ে এখনও মুখরোচক আলোচনা চলছে বলিউডে। তবে এসবকে ছাপিয়ে সম্প্রতি রণবীরের নতুন প্রেমের কথা আবারও চাউর হয়েছে সর্বত্র। শোনা যাচ্ছে দীপিকা-কাটরিনার পর এবার শ্রুতি হাসানের সঙ্গে প্রেম করছেন এ অভিনেতা। কিছুদিন আগে দু’জন একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন। এর সেটেই ধীরে ধীরে কাছাকাছি এসেছেন তারা।

দৃশ্যায়নের ফাঁকে খোশগল্পে ডুবে থাকতে দেখা গেছে তাদেরকে। সেই আড্ডা যেন থামারই ছিলো না! উভয়ের পারস্পরিক আস্থা কারও নজরই এড়ায়নি। শুধু তাই নয়, ইদানীং দুজনে মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় ডিনারেও যাচ্ছেন। এসব গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে বলিউড পাড়ায়। তবে সেখানকার একাংশের দাবি, এবার অনেকটা আঁটসাট বেঁধেই নেমেছেন কাপুরপুত্র। শ্রুতির সঙ্গে পরিণয়ের শেষ পরিণতি নাকি দেখে নিতে চান রণবীর। তবে কি হচ্ছে বা কি হবে সেটা সময়ই বলে দেবে।