লভ্যাংশ দেবে না ৯ মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-১১ ১১:১৭:৪৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) পরিচালিত ৯ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের জন্য ফান্ডগুলো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে।
ফান্ডগুলো হলো- আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট এমএফ ওয়ান, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি থার্ড এএমসিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।
এসকেএস